
Medically reviewed by
Ana Maria Kausel, MD
থাইরোয়েড কী?
থাইরোয়েড হচ্ছে আমাদের ঘাড়ের সম্মুখে অবস্থিত প্রজাপতির আকারের একটি গ্রন্থি। এটি ট্রাইআয়োডোথাইরোনিন (টি৩) এবং থাইরোক্সিন (টি৪) নামক হরমোন উৎপন্ন করে। এই হরমোনগুলো আমাদের শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং বিপাক নিয়ন্ত্রনে সহায়তা করে। এছাড়া এই হরমোনগুলো মস্তিষ্কের গঠন, হজম, পেশীর নিয়ন্ত্রন এবং আবেগ নিয়ন্ত্রনে সহায়ক।
থাইরোয়েডের সমস্যাগুলো কী?
যখন থাইরোয়েড উপরোক্ত হরমোনগুলো অধিক অথবা অতি কম মাত্রায় উৎপন্ন করে তখন থাইরোয়েড গ্রন্থির কার্যকলাপ বিঘ্নিত হয়। এর কারনে থাইরোয়েডের অসুখ হয়ে থাকে যা হাইপারথাইরোয়েডিজম ও হাইপোথাইরোয়েডিজম নামে অধিক পরিচিত। থাইরোয়েডের অন্যান্য সমস্যাগুলোর মধ্যে রয়েছেঃ থাইরোইডাইটিস, থাইরোয়িড নোডিউল, ঘ্যাগ এবং থাইরোয়েডের ক্যান্সার।
কী ধরনের চিকিৎসা আছে?
চিকিৎসার ধরন নির্ভর করে থাইরোয়েডের সমস্যার ধরনের উপর। চিকিৎসার মধ্যে রয়েছে ঔষধ, তেজস্ক্রিয় আয়োডিন এবং অস্ত্রোপচার।
থাইরোয়েডের সমস্যার উপসর্গগুলো কী?
থাইরোয়েডের সমস্যার উপসর্গগুলো নির্ভর করে কী পরিমান থাইরোয়েড হরমোন উৎপাদিত হয়েছে সেটার উপর। হাইপোথাইরোয়েডিজমের উপসর্গগুলোর মধ্যে রয়েছেঃ ক্লান্তি, ওজন বৃদ্ধি, চুলপড়া এবং শীতল অনুভব করা। হাইপারথাইরোয়েডিজমের উপসর্গগুলোর মধ্যে রয়েছেঃ ওজন কমে যাওয়া, দ্রুত হৃদস্পন্দন এবং নিদ্রাহীনতা। থাইরোয়েডের অন্যান্য সমস্যাগুলোর ক্ষেত্রে অনেক সময় অন্যান্য উপসর্গগুলোর মধ্যে ঘাড় ফুলে যায়।
থাইরোয়েডের অসুখ কেনো হয়?
থাইরোয়েডের অসুখের বিভিন্ন কারন থাকতে পারে। গ্রেভ’স ডিজিস এবং হাসিমোতো’স ডিজিসের কারনে থাইরোয়েড গ্রন্থি হয় মাত্রাতিরিক্ত অথবা খুব কম থাইরোয়েড হরমোন উৎপন্ন করে থাকে। গর্ভধারন করলেও থাইরোয়েড অতিরিক্ত অথবা কম সংবেদনশীল হয়ে পড়ে। থাইরোয়েডের অসুখের অন্যান্য কারনগুলোর মধ্যে রয়েছেঃ থাইরোইডাইটিস,তেজস্ক্রিয় আয়োডিনের চিকিৎসা এবং মাথা ও ঘাড়ের ক্যান্সারের চিকিৎসায় তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার।
থাইরোয়েডের সমস্যা কি বংশগত?
কিছু কিছু থাইরোয়েডের অসুখ যেমনঃ হাসিমোতো’স ডিজিস এবং গ্রেভ’স ডিজিস বংশগতভাবে হয়ে থাকে। নারীরা থাইরোয়েডের সমস্যার ক্ষেত্রে ঝুকিপূর্ণ। এছাড়া, গর্ভাবস্থা, অথবা অন্য কোন অটোইম্মিউন রোগ থাকলেও থাইরোয়েডের সমস্যার ঝুঁকি বৃদ্ধি পায়।
থাইরোয়েডের অসুখ হলে কী ওজন কমে যায়?
যাদের হাইপারথাইরোইডিজমের সমস্যা আছে তাদের ওজন প্রায়ই কমে যায়। হাইপারথাইরোইডিজমের মাত্রা যতো বেশী হবে ওজন কমার মাত্রাও ততো বেশী হবে। কখনো কখনো থাইরোয়েড হরমোন অধিক পরিমাণে উৎপাদিত হলে যেমনঃ থাইরোইডাইটিসের ক্ষেত্রে ওজন কমতে পারে।