
বেশীরভাগ গর্ভধারন কোন ধরনের জটিলতা ছাড়াই সম্পন্ন হয়ে থাকে। তবে, কারো কারো ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে যা কিনা গর্ভবতী মা, অনাগত সন্তান অথবা উভয়ের জন্যই ক্ষতির কারন হতে পারে। কখনো কখনো গর্ভধারনের পূর্বেই মা যদি কোন রোগে আক্রান্ত হয়ে থাকে তবে তা গর্ভকালীন সময়ে জটিলতার সৃষ্টি করতে পারে। আবার সন্তান জন্মের সময়ও জটিলতার সৃষ্টি হয়।
তবে, যে কোন সমস্যা আগে ভাগে শনাক্ত করে গর্ভকালীন সময়ে যথাযথ চিকিৎসা করালে মা এবং অনাগত সন্তানের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
গর্ভকালীন সময়ের কিছু জটিলতার মধ্যে রয়েছেঃ
- উচ্চ রক্তচাপ
- গর্ভকালীন ডায়াবেটিস
- খিচুনী
- অসময়ে প্রসব বেদনা
- গর্ভপাত
আপনি যদি ইতিমধ্যেই কোন দীর্ঘমেয়াদী অসুখে আক্রান্ত হয়ে থাকেন তবে গর্ভধারনের পূর্বেই আপনার চিকিৎসকের সাথে আলাপ করুন কিভাবে আপনি সম্ভাব্য জটিলতা এবং ঝুঁকি থেকে রক্ষা পেতে পারেন। তবে, আপনি ইতিমধ্যেই গর্ভধারন করে থাকলে আপনাকে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে।
যে সকল রোগের কারনে গর্ভকালীন জটিলতার সৃষ্টি হতে পারে সেগুলোর মধ্যে রয়েছেঃ
- ডায়াবেটিস
- ক্যান্সার
- উচ্চ রক্তচাপ
- সংক্রমন
- যৌনরোগ যেমন এইচআইভি
- কিডনীর জটিলতা
- মৃগীরোগ
- রক্তসল্পতা
অন্যান্য যেসব কারনে আপনার জটিলতাসমূহ বৃদ্ধি পেতে পারে সেগুলোর মধ্যে রয়েছেঃ
- ৩৫ অথবা এর চেয়ে অধিক বয়সে গর্ভধারন
- অল্প বয়সে গর্ভধারন
- ক্ষুধাহীনতা
- ধুমপান
- মাদকের ব্যাবহার
- মদ্যপান
- পূর্বে গর্ভপাত ঘটলে অথবা অপরিণত সন্তানের জন্ম হলে
- একাধিক ভ্রূণ গর্ভে ধারন করলে